ফের ফি বিতর্কে জিডি বিড়লা, রিপোর্ট কার্ডে বকেয়া বেতন চাওয়ার অভিযোগ

ফের ফি বিতর্কে জি ডি বিড়লা স্কুল। রিপোর্ট কার্ডে বকেয়া ফি মেটানোর দাবি জানিয়েছে স্কুল। এমনই অভিযোগ অভিভাবকদের। জি ডি বিড়লা গ্রুপের অধীনে থাকা কলকাতার ৩টি স্কুল জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশন, অশোক হল এবং মহাদেবী বিড়লা শিশু বিহার স্কুলের পড়ুয়াদের রিপোর্ট কার্ডে বকেয়া বেতন দ্রুত মেটানোর কথা লিখে দেওয়া হয়েছে।

অভিযোগ, রিপোর্ট কার্ডে এইভাবে ফি চাওয়া যায়না। অভিভাবকেরা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ মেনে স্কুলের ফি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা। এরপরেও পড়ুয়াদের রিপোর্ট কার্ডে বকেয়া ফি মেটানোর দাবি তোলা হয়েছে। গত ৯ এপ্রিল নোটিশ দিয়ে স্কুল জানিয়ে দেয়, যাঁদের ফি বাকি তাঁদের ক্লাস করতে দেওয়া হবে না। হাইকোর্ট ওই নোটিশ খারিজ করে দেয়। জানিয়ে দেয়, সব পড়ুয়াদের স্কুলে ঢুকতে দিতে হবে। গত ৯ এপ্রিল দেওয়া নোটিশ প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনও ভাবেই বাধা দেওয়া যাবে না। এরপর বৃহস্পতিবার দেখা গেল, রিপোর্ট কার্ডে বকেয়া ফি মেটানোর দাবি করেছে স্কুল।

Comments are closed.