টেকনোলজি ছাড়া অচল দুনিয়া। বর্তমান দুনিয়ায় কম্পিউটার শিক্ষা আবশ্যিক হয়ে পড়েছে। এই প্রেক্ষিতে রাজ্যের সরকারি স্কুলগুলোতে প্রথম শ্রেণি থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, রাজ্যের সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলোতে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতে রাজ্যের প্রায় ৬৫ হাজার স্কুলকে গড়ে ৪ টি করে কম্পিউটার প্রদান করবে রাজ্য সরকার। মোটামুটি ৫০ জন ছাত্র থাকলে সেই স্কুলকে ৪ টি করে কম্পিউটার দেওয়া হবে। ছাত্র সংখ্যা বেশি হলে আরও বেশি সংখ্যক কম্পিউটার দেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখাতে নতুন করে শিক্ষক নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির কম্পিউটার সিলেবাস কী হবে, কম্পিউটার শিক্ষাকে কীভাবে পড়ুয়াদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায়, তা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে রাজ্য শিক্ষা দফতরের সংশ্লিষ্ট কমিটি। পাশাপাশি, বিজ্ঞান ও ভূগোলের সঙ্গে কম্পিউটারের মাধ্যমে সাহিত্য শিক্ষাদানেরও চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে।
Comments are closed.