ভুল বানান কাণ্ডে বর্ণপরিচয় বই উপহার পেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বর্ণপরিচয় বইটির পিডিএফ ফাইল তাঁকে মেল করেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।
এই প্রসঙ্গে কৌস্তভ বাগচী জানিয়েছেন, দায়িত্বশীল নাগরিক হিসাবে এই বইটি পাঠানো হয়েছে দিলীপ ঘোষকে। রাজধানী দিল্লির বুকে এই ধরণের ভুল বানানের প্ল্যাকার্ড ধরে থাকা বাঙালির কাছে লজ্জার। সংসদ ভবন চত্ত্বরে বাংলার নারী সুরক্ষা নিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য সাংসদরা। সেইসময় দিলীপ ঘোষের হাতে ছিল ‘কন্যাশ্রী চাই না, নারী সম্মান চাই’। কিন্তু সেখানে ‘কন্যাশ্রী’ বানান লেখা ছিল ‘কন্নাশ্রী’। এমনকি ‘চাই’-এ ‘ই’-এর মাত্রাও উল্টে যায়। এই ছবি সামনে আসতেই কটাক্ষ করে তৃণমূল।
এমনকি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় টুইট করে তীব্র প্রতিবাদ জানান। টুইটে তিনি লেখেন, এই জন্যেই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন, ‘‘মূর্খের অশেষ দোষ’’। এবার প্রতিবাদ জানালো কংগ্রেস। বানান শেখানোর জন্য উদাহরণ স্বরূপ পাঠানো হল বর্ণপরিচয়।
Comments are closed.