বারাণসীতে মোদী-প্রিয়ঙ্কা লড়াইয়ের জল্পনার অবসান, অজয় রাইকেই ফের প্রার্থী করল কংগ্রেস

জল্পনার অবসান। বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হচ্ছেন না প্রিয়াঙ্কা গান্ধী। বৃহস্পতিবার বারাণসী কেন্দ্রে গতবারের প্রার্থীকে অজয় রাইকেই ফের টিকিট দেওয়ার কথা ঘোষণা করে কংগ্রেস। এদিকে বৃহস্পতিবারই বারাণসীতে রোড শো করবেন নরেন্দ্র মোদী। দুপুর ৩ টেয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের লঙ্কা গেট থেকে শুরু হবে রোড শো। তারপর সন্ধ্যায় গঙ্গার ঘাটে আরতি করারও পরিকল্পনা রয়েছে মোদীর। শুক্রবার মনোনয়ন জমা করবেন নরেন্দ্র মোদী।

বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল। প্রিয়াঙ্কা গান্ধী বঢরা নিজেও এব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, দল চাইলে বারাণসী থেকে প্রার্থী হতে আপত্তি নেই তাঁর। কংগ্রেসের তরফেও এব্যাপারে রহস্য রেখে দেওয়া হয়েছিল। শেষপর্যন্ত বারাণসী কেন্দ্রে তাদের পুরনো প্রার্থীর উপরই ভরসা রাখল কংগ্রেস। এর আগে বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ ভারতের অন্তত ১৫০ জন কৃষক। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে বারাণসী হাজির হয়েছেন প্রাক্তন বিএসএফ জওয়ান তেজবাহাদুর সিংহও।

Comments are closed.