বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম হাইকোর্টে ঢুকতেই তাঁর দিকে কার্যত তেড়ে গেলেন এক মহিলা আইনজীবী। তাঁকে ঘিরে ধরে তীব্র ক্ষোভ উগরে দিলেন কংগ্রেসপন্থী আইনজীবীদেরই একাংশ। বুধবার এমনই বেনজির ঘটনার স্বাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট। মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্সের হয়ে এদিন সওয়াল করতে কলকাতা হাইকোর্টে যান বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা আইনজীবী। আর নিজের দলেরই আইনজীবীদেরই ক্ষোভের মুখে পড়লেন তিনি।
বিক্ষোভ প্রসঙ্গে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, উনি মেট্রো ডেয়ারি মামলায় কেভেন্টার্সের হয়ে কেন সওয়াল করতে এসেছেন? কলকাতা হাইকোর্টে মেট্রো ডেয়ারি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আর এদিন সেই মামলাতেই কেভেন্টার্সের পক্ষে সওয়াল করতে আসেন চিদাম্বরম। কেভেন্টার্সের হয়ে সওয়াল করে উনি তৃণমূলেরই মদত করছেন, কংগ্রেসপন্থী আইনজীবীরা চিদাম্বরমের বিরুদ্ধে এদিন এমনটাই অভিযোগ করেন। চিদাম্বরম তৃণমূলের দালালি করছেন বলেও তীব্র কটাক্ষ করেন কংগ্রেসপন্থী আইনজীবী কৌস্তভ বাগচী। সেই সঙ্গে সুর চড়িয়ে কৌস্তভ বলেন, বাংলার কংগ্রেস কর্মীরা ওনাকে নেতা বলে মানতে রাজি নয়।
Comments are closed.