সাধারণ মানুষকে প্রতারণার বহু অভিযোগ প্রমোটারদের বিরুদ্ধে, কড়া ব্যবস্থা নিতে চলেছে ক্রেতা সুরক্ষা দফতর

প্রতারণার অভিযোগ ওঠা প্রমোটারদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর। টাকা দিয়েও সময়মতো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে না, প্রমোটারের টালবাহানায় ভুগতে হচ্ছে ক্রেতাকে। বহু ক্ষেত্রে ফ্ল্যাট বানানোর জন্য জমি নিয়ে কোনও নির্মাণ না করেই বছরের পর বছর তা ফেলে রাখা হচ্ছে। এছাড়াও ফ্ল্যাটের আয়তন সহ নানা বিষয় নিয়ে প্রচুর অভিযোগ আসছে রাজ্য সরকারের কাছে। এই অভিযোগগুলির নিষ্পত্তি করে সাধারণ মানুষকে সুরাহা দিতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দফতর।

দফতর সূত্রে খবর, আগামী ৪ জুলাই এই বিষয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। আলোচনার ভিত্তিতে আবাসন সংক্রান্ত অভিযোগগুলি নিরসনের জন্য সমাধানসূত্র বের করতে চাইছেন আধিকারিকরা।

৪ জুলাইয়ের বৈঠক নিয়ে রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র জানান, কলকাতা ও শহরাঞ্চলে ফ্ল্যাট তৈরি নিয়ে প্রমোটারদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আসছে। বহু লিখিত অভিযোগ জমা পড়েছে দফতরে। এই সব অভিযোগের সমাধান করতে নির্মাণকারীদের সংস্থা ক্রেডাই’কে ডাকা হয়েছে। সরকারের লক্ষ্য, মানুষ যেন কোনওভাবে দুর্ভোগের শিকার না হন।

প্রোমোটারদের বিরুদ্ধে দাদাগিরি, দখলদারি, ফ্ল্যাট আটকে রাখা সহ প্রচুর অভিযোগ শোনা যায়। নিম্নমানের ফ্ল্যাট দেওয়া, রক্ষণাবেক্ষণ ঠিক মতো না করার অভিযোগও রয়েছে। সমস্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বৈঠকে।

Comments are closed.