মাস পয়লায় আরও ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম
সোমবার থেকে কলকাতায় রান্নার গ্যাসের জন্য খরচ করতে হবে, ৮৪৫.৫০ টাকা
চলতি মাসে এই নিয়ে চতুর্থবার গ্যাসের দাম বাড়ল। রবিবার মধ্যরাত থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ২৫ টাকা। সোমবার থেকে কলকাতায় রান্নার গ্যাসের জন্য খরচ করতে হবে, ৮৪৫.৫০ টাকা। দিন পাঁচেক আগেই গ্যাসের দাম বেড়েছিল ২৫ টাকা।
পেট্রল, ডিজেলের দাম আকাশ ছোঁয়া। সঙ্গী হিসেবে গ্যাসের দামও বাড়ছে পাল্লা দিয়ে। সাধারণত মাসের শুরুতে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গ্যাসের দাম জানিয়ে দেয়। সেক্ষেত্রে চলতি মাসে পরপর চার বার দাম বাড়ায় মাথায় হাত আমজনতার।
পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশ জুড়ে বিরোধী দলগুলি প্রতিবাদে নেমেছে। দিন কয়েক আগে, মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ইলেকট্রিক স্কুটার চেপে নবান্নে গিয়েছিলেন। মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাজ্যজুড়ে তৃণমূল একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
[আরও পড়ুন- তরুণদের ব্রিগেড মঞ্চে বাদশা-ঐশী-দীপ্সিতা! প্রাণ ফেরালেন সেলিম, নিশানা দলবদলুদের]
এর আগে ৪, ১৫, ২৪ তারিখ দাম বেড়েছিল রান্নার গ্যাসের। গতমাসে দাম ছিল ৭২০.৫০ টাকা। দেশজুড়ে প্রতিবাদের মধ্যেই একমাসের ব্যবধানে দাম বাড়লো সর্বমোট ১২৫ টাকা। ডিসেম্বর থেকে এই নিয়ে ২২০ টাকারও বেশি দাম বাড়ল গ্যাসের।
Comments are closed.