সংখ্যাটা যে ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে তা এখনও বলা যাচ্ছে না। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৮ জন। শেষ পাওয়া খবর অনুযায়ী, স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রায় ৬৫০ জন যাত্রী। চিকিৎসকদের ধারণা, মৃতের সংখ্যা আরও বাড়বে। এদিকে এখনও উদ্ধারকাজ জারি রয়েছে।
এদিন সকাল ৮ টা নাগাদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থল পরিদর্শনে যান। তার কিছুক্ষণ পরেই রেলের তরফে বিবৃতি জারি করে জানান হয়েছে, শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৮ জন। যদিও স্থানীয় সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও অনেক বেশি। প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা, উদ্ধারকাজ যত এগোবে মৃতের সংখ্যা আরও বাড়বে। এদিকে রেলমন্ত্রী পুরো ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও।
এদিকে শুক্রবার রাতেই তৃণমূল সাংসদ দোলা সেন, মন্ত্রী মানস ভুঁইয়া সহ বাংলা থেকে একটি প্রতিনিধি দল ওড়িশায় পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর, শনিবার মুখ্যমন্ত্রী নিজে বলেশ্বর যেতে পারেন। ঘটনাস্থল পরিদর্শন করে শনিবারই তাঁর ফিরে আসার কথা। পাশাপাশি নবান্নের তরফে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। গোটা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।
Comments are closed.