সস্ত্রীক করোনা সংক্রমিত হলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। কোভিডের কিছু উপসর্গ দেখা দিতেই পরীক্ষা করান। রিপোর্টে দেখা যায় মুকুল রায় এবং তাঁর স্ত্রী দু’জনেই কোভিড পসিটিভ। মুকুল রায় হোম আইসোলেশনে থাকলেও অবস্থার অবনতি হওয়ার তাঁর স্ত্রীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ভোটের পর বরানগরের বিজেপি নেতা পার্নো মিত্র, আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় করোনা সংক্রমিত হয়েছেন বলে জানা যায়। জুলাই মাসে করোনা সংক্রমিত হন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। চলতি অতিমারিতে করোনা সংক্রমিত হয়েও আবার স্বমহিমায় ফিরে এসেছেন সবকটি রাজনৈতিক দলের নেতারাই।
চিকিৎসকরা জানাচ্ছেন, মুকুল বাবুর স্ত্রীর অবস্থা স্থিতিশীল। মুকুল রায়ও ভাল আছেন। দ্রুতই তিনি সুস্থ হয়ে রাজনীতিতে ফিরবেন বলে মনে করা হচ্ছে।
Comments are closed.