মার্চের ১১ তারিখের মধ্যেই চলে যাবে করোনা ভাইরাস। Indian Council of Medical Research’s Epidemiological Department অথবা আইসিএমআরের পক্ষ থেকে এমন জানানো হয়েছে।
ডেল্টার পর এবার করোনার নতুন প্রজাতি ওমিক্রন সংক্রমণে গোটা বিশ্ব কাহিল। এইসময় সদর্থক কথা শোনালো আইসিএমআর। আইসিএমআর জানিয়েছে, যদি কোভিড বিধি ঠিকভাবে মেনে চলা যায় আর যদি করোনার কোনও নতুন প্রজাতির জন্ম না হয়, তবে মার্চের মাঝামাঝি শেষ হয়ে যাবে করোনার প্রকোপ।
দিল্লি ও মুম্বইয় ও কলকাতায় ইতিমধ্যেই করোনার দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে। একইসঙ্গে পজিটিভিটি রেটও নিম্নমুখী।
অন্যদিকে, বিশেষজ্ঞ মহলের দাবি, আগামী ২৩ জানুয়ারির মধ্যেই শিখরে ছোঁবে করোনার তৃতীয় ঢেউ।
Comments are closed.