একদিকে যেমন বেড়ে চলছে করোনা সংক্রমণের সংখ্যা। পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি ই ম্যালেরিয়ার মতন মশাবাহিত রোগ। তাই এবার নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য এবং অন্যান্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব। সেই বৈঠকে ডেঙ্গি নিয়ে সব দফতরের কর্তাদের সতর্ক করে দিয়েছে নবান্ন। বলা হয়েছে, কোথায় যেন জল না জমে, সেইদিকে নজর রাখতে হবে। পাশাপাশি ব্লিচিং পাউডার এবং অন্যান্য কীটনাশক রাসায়নিক ছড়াতে হবে নিয়মিত। নিয়মিত নর্দমা পরিষ্কার করতে হবে। এলাকায় কোনস্থানে যেন জঞ্জাল না জমে থাকে, সেই দিকে নজর দিতে বলা হয়েছে পুর কর্মীদের। পাশাপশি বাড়ি বাড়ি ঘুরে ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে প্রচার করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, স্কুলের পড়ুয়াদের মধ্যে করোনা সংক্রমণের হার বেশি করে চোখে পড়ছে, এছাড়াও হচ্ছে ভাইরাল জ্বর। তাই স্কুল-কলেজের ধারেকাছে যাতে কোনও রকম জল জমে না-থাকে, সে-দিকে শিক্ষা দফতরকে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য প্রশাসন সূত্রের খবর, মুর্শিদাবাদ, মালদহ, হাওড়া উত্তর ২৪ পরগনাকে আলাদা ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনও এলাকায় ডেঙ্গি বা ম্যালেরিয়া রোগীর সন্ধান পেলে আশেপাশের জমা জল ও আবর্জনা আছে কিনা, দেখতে হবে। বিশেষভাবে সতর্ক করে দেওয়া হয়েছে জেলাশাসকদের। জ্বর হলে রক্তপরীক্ষা র মাধ্যমে রোগ নির্ণয় করার দিকে জোর দিতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের কর্মীদের।
Comments are closed.