শুরু হল শারীরশিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক পদে নিয়োগের কাউন্সেলিং। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) কর্তৃপক্ষের তরফ এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার শিক্ষক পদে চাকরি প্রার্থীদের কাউন্সেলিং শুরু হল। সল্টলেক এসএসসি-র নতুন ভবনে কাউন্সেলিং এর আয়োজন করা হয়েছে।
স্কুল সার্ভিস কমিশনের তরফে আরও জানানো হয়েছে, ১৬০০ চাকরি প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হবে। এরমধ্যে কর্মশিক্ষায় চাকরিপ্রার্থীর সংখ্যা ৭৫০ ও শারীরশিক্ষায় চাকরিপ্রার্থীর সংখ্যা ৮৫০। দার্জিলিং ছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ১৪০৯ স্কুলে তাঁদের নিয়োগ করা হবে। কাউন্সেলিং প্রক্রিয়া শেষে তাঁদের হাতে সুপারিশ পত্র তুলে দেওয়া হবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর, কাউন্সেলিং-এর দিন চাক্রিপ্রার্থীদের স্কুল নির্বাচন করা হতে পারে। কাউন্সেলিং শুরু হওয়ায় খুশি চাকরি প্রার্থীরা।
Comments are closed.