শুরু ভবানীপুরের ভোট গণনা। রাজ্যের পাশাপাশি সারা দেশের নজর কার্যত ভবানীপুরে। এছাড়াও সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরেও ভোট গণনা রবিবার।
শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুরের ভোট গণনা রয়েছে। ২১ রাউন্ডে গণনা হবে এখানে। ভবানীপুরে এবারে ভোট পড়েছে ৫৭.০৯% উপনির্বাচনের নিরিখে যা গত বারের তুলনায় বেশি।
একুশের বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জি ২৮,৭১৯ ভোটের ব্যবধানে জয়ী হন। ঘাসফুল শিবিরের দাবি, প্রার্থী মমতা ব্যানার্জি ৫০ হাজারের অধিক ব্যবধানে জয়ী হবেন। এদিকে জয় নিয়ে আত্মবিশ্বাসি বিজেপি এবং সিপিএম।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, মানুষের রায়ে তাঁদের বিশ্বাস রয়েছে। দাবি করেন, ভবানীপুরে মাটি কামড়ে লড়াই করেছেন বিজপি প্রার্থী, বিজেপি ছাপ ফেলবে ভবানীপুরে।
মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট গণনা ২৪ এবং ২৬ রাউন্ডে।
Comments are closed.