দূর্গা পুজোর আগে মেয়র ফিরহাদ হাকিম উদ্বোধন করেছিলেন। আর শুক্রবার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল দেশের প্র্রথম থ্রিডি তারামণ্ডল। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে টিকিটের মূল্য এবং শো টাইম নিয়ে বিস্তারিত তথ্য। শীতের হালকা আমেজ গায়ে মেখে ঢুঁ মারতেই পারেন হাওড়ার শরৎ সদনের এই থ্রিডি তারামণ্ডলে। তবে তার আগে টিকিটের দাম সহ অন্যান্য তথ্য একবার জেনে নিন।
হাওড়া পুরনিগমের তত্ত্বাবধানে তৈরি হয়েছে তারামণ্ডলটি। প্রেক্ষাগৃহটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। দেশীয় সংস্থার পাশাপাশি বিদেশি সংস্থা এবং প্রযুক্তিকেও কাজে লাগানো হয়েছে থ্রিডি তারামণ্ডলের জন্য। হাওড়া পুরসভার তরফে জানানো হয়েছে, হাওড়া তারামণ্ডলের প্রবেশমূল্য রাখা হয়েছে মাথাপিছু ১২০ টাকা। এবং পড়ুয়াদের জন্য ৭০ টাকা। তবে জানা গিয়েছে, কোনও শিক্ষা প্রতিষ্ঠান এক সঙ্গে অনেক পড়ুয়াকে নিয়ে এলে টিকিটের দাম কমে ৫০ টাকায় নেমে আসবে। রবিবার ছাড়া প্রতিদিন দুপুর ৩টে, বিকেল ৪টে এবং বিকেল ৫টায় তিনটে করে শো রাখা হচ্ছে। প্রতিটি শোয়ের সময় ২৫ মিনিট করে রাখা হয়েছে।
এতদিন কলকাতায় একটিই তারামণ্ডল ছিল। সেটিও 2D. তবে ১০০ আসন বিশিষ্ট হাওড়ার তারামণ্ডলে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মহাবিশ্বের গ্রহ-নক্ষত্র নিয়ে নানা তথ্য তুলে ধরা হবে। সেই সঙ্গে থ্রিডি প্রযুক্তি হওয়ায় সম্পূর্ণ প্রদর্শনীটি যে নিঃসন্দেহে আরও আকর্ষণীয় হয়ে উঠবে তাতে সন্দেহ নেই।
Comments are closed.