নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। সোমবার রাতভর জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিনই তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। মানিক ভট্টাচার্যকে ১৪ দিনের জন্য নিজেদের হেফজতে চেয়েছিল ইডি। ইডির আইনজীবীর সেই দাবি মেনে নিয়েছেন বিচারপতি।
দীর্ঘ টানাপোড়েনের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। এদিন আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃত মানিককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় একদল উত্তেজিত জনতা। ওই ভিড়ে বিজেপি নেতা সজল ঘোষ এবং প্রিয়াঙ্কা টিবরেওয়ালও উপস্থিত ছিলেন।
এদিনের শুনানিতে মানিকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ আনেন ইডির আইনজীবী। কেন্দ্রীয় তদন্তকারীরা সংস্থার অভিযোগ, মানিকের ছেলের ব্যাঙ্ক একাউন্টে প্রায় ২ কোটি ৬৪ লক্ষ টাকার হাদিস পাওয়া গিয়েছে। সেই সঙ্গে অযোগ্যদের ঘুষের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও মানিক ভট্টাচার্যের সরাসরি যোগা পাওয়া গিয়েছে।
Comments are closed.