করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল। সোমবারই কেন্দ্র জানিয়েছে, অক্টোবরেই কোভিডের তৃতীয় ঢেউ ভয়ংকরভাবে আছড়ে পড়বে দেশে। তাই তৃতীয় ঢেউয়ে শিশুদের রক্ষা করতে প্রস্তুতি সেরে ফেললো রাজ্য সরকার।
শিশুদের যাতে হাসপাতালে শয্যার অভাব না হয় তার জন্য অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। ঠিক তেমন চিকিৎসক ও চিকিৎসার সঙ্গে যুক্তদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোভিডে ব্যবহৃত ওষুধও মজুত রাখার দিকেও নজর রেখেছে স্বাস্থ্য ভবন।
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, আগে থেকেই হাসপাতালে শিশুদের জন্য শয্যার সংখ্যা বাড়িয়ে রাখা হয়েছে। ১ হাজার ৫৫০ টি সিসিইউ, ৫৫০ টি পিআইসিইউ ও ২৭০ টি এনআইসিইউ শয্যা তৈরি রাখা হচ্ছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও সব সরকারি হাসপাতালে শিশুদের জন্য শয্যার সংখ্যা বাড়ানো হচ্ছে। গোটা বিষয়টিতে নজরদারির জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও তৈরি করা হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী আরও জানিয়েছেন, যে বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে তাতে সরকারি ও বেসরকারি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও শিশুরোগ বিশেষজ্ঞরা রয়েছেন। তাঁরা এই বিষয়ে একটি নির্দেশিকা তৈরি করবেন। সেই নির্দেশিকা সব হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে।
গ্রামীণ এলাকার শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্যভবন। স্বাস্থ্য ভবন আলাদা করে স্বাস্থ্যকর্মীদের পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছে। গ্রামগুলিতে তৃতীয় ঢেউ শুরু হলেই সঙ্গে সঙ্গে যেন ব্যবস্থা নিতে পারা যায়, সেই কারণে আগেভাগেই বিশেষ ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য ভবন।
Comments are closed.