কোভিড বিধি ভেঙে ভোট প্রচার! বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে FIR

কোভিড বিধি লঙ্ঘন করে ভোট প্রচারের দায়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। রবিবার রাতে টুইট করে বাবুল সুপ্রিয় নিজেই একথা জানান। তিনি টুইটারে এফআইআরের কপির ছবিও পোষ্ট করেছেন।

তিনি লেখেন, মমতা দিদির পুলিশ আমার বিরুদ্ধে এফআইআর করেছে। বিজেপি প্রার্থীদের জন্য প্রচার অভিযান করতে হাড়োয়া গিয়েছিলাম। কোনও মন্তব্য নয়। আমার উকিল এর বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেবে।

এবার নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। নিজের কেন্দ্র ছাড়াও অন্য বিজেপি প্রার্থীদের সমর্থনে তিনি নানা জায়গায় প্রচার করেছেন। তাকে হাড়োয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহার সমর্থনেও প্রচার করতে দেখা যায়। অভিযোগ সেই প্রচারে করোনা বিধি ভঙ্গ করেছিলেন বাবুল। গত ১৪ এপ্রিল বাবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
উল্লেখ্য, শেষ দফা ভোটের আগের দিন দ্বিতীয় বার করোনা সংক্রমিত হয়েছিলেন বাবুল সুপ্রিয়। এরআগেও কলকাতার এন্টালিতে এক সভায় করোনা বিধি মানা হয়নি বলে বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এরপর তার বিরুদ্ধে সরাসরি এফআইআর। পুলিশের নির্দেশ মেনে আগামী ৩ দিনের মধ্যে তিনি থানায় হাজিরা দেন কিনা সেটাই দেখার।

Comments are closed.