করোনা সংক্রমণের শৃঙ্খলা ভাঙতে এবার বড় সিদ্ধান্ত। আগামী তিনদিন হাওড়া শহরের সব বাজার বন্ধ থাকবে। হাওড়া জেলা প্রশাসনের তরফে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই জানা গেছে, আগামী সোমবার থেকে ৩ দিন রাজপুর সোনারপুর এলাকায় সব দোকান-বাজার বন্ধ রাখা হবে।
হাওড়া জেলাকে মাইক্রো কনটেন্টমেন্ট জোনে ভাগ করা হয়েছে। ইতিমধ্যেই জেলাজুড়ে মাইকিং শুরু হয়েছে। বলা হয়েছে দোকান বাজার বন্ধ থাকলেও খোলা থাকবে ওষুধের দোকান।
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর এলাকায় কোভিড সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বাজার কমিটিগুলিকে নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে ঠিক হয়, আগামী ৩ দিন সব বাজার দোকান বন্ধ থাকলেও ওষুধের দোকান খোলা থাকবে। বৄহস্পতি ও শুক্রবার মাসের ১ ও ২ তারিখ হওযায় বাজার খোলা রাখা হবে। কিন্তু শুক্রবার পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দেখা গেছে, রাজ্যে সবচেয়ে বেশি করোনার সংক্রমণের হার উত্তর ২৪ পরগনায়। মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা ১৭টি। পূর্ব বর্ধমানে ২২ এবং হাওড়ায় ১৮টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছিল।
কয়েকদিন আগেও সংক্রমণ শৃঙ্খল ভাঙতে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর এলাকার বাজার এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন।
Comments are closed.