বাড়ছে ওমিক্রন সংক্রমণের সংখ্যা। ইতিমধ্যেই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১। এরমধ্যেই জানা গেল আগামী দুয়ারে সরকার ক্যাম্পে দেওয়া হতে পারে কোভিড ভ্যাকসিন। জানুয়ারি মাসেই ফের হবে দুয়ারে সরকার ক্যাম্প। আর সেখানেই মিলতে পারে করোনার ভ্যাকসিন। করোনার ভ্যাকসিন ছাড়াও ডায়াবেটিস, হাইপার টেনশনের পরীক্ষা, মুখের ক্যান্সার থেকে চোখের পরীক্ষাও হতে পারে দুয়ারে সরকার ক্যাম্পে।
মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য দফতর। জেলাশাসক, সিএমওএইচদের নির্দেশ দিয়ে এমনই জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। তাই এবার সেই ক্যাম্পেই ভ্যাকসিনেশনের কথা ভাবছে রাজ্য সরকার।
দেশজুড়ে বাড়ছে ওমিক্রনের সংক্রমণের সংখ্যা। সেইকারণে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রেও নয়া বিধি নিষেধ জারি করেছে রাজ্য সরকার। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলক আরটিপিসিআর পরীক্ষা। বিদেশ ফেরত উড়ান যাত্রীদের নমুনা পরীক্ষা করতেই হবে। বিমানবন্দরে নমুনা পরীক্ষার পর ফের ৮ দিনের মাথায় নতুন করে আরটিপিসিআর পরীক্ষা করতে হবে।
Comments are closed.