বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন গরুর দুধে সোনা আছে। এবার তাঁর সেই দাবিকে সমর্থন করলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পেশায় অধ্যাপক বালুরঘাটের সাংসদের দাবি, কোনও খাবারে লোহা আছে মানে তাই দিয়ে কি আপনি টিএমটি বার বানাবেন? ঠিক তেমনই গরুর দুধের সোনা বের করে কি আপনি গয়না বানাবেন?
এরপর তিনি বলেন, গরুর দুধে সোনা আছে মানে মলিকিউলারের কথা বলা হয়েছিল। তিনি জানান, বিজ্ঞানের ছাত্র না হলে বোঝা মুশকিল গরুর দুধে কীভাবে সোনা থাকে।
দিলীপ ঘোষ বলেছিলেন গরুর দুধে সোনা আছে। কয়েকদিন আগেও তিনি বলেছিলেন, কলকাতা বা তার আশপাশের এলাকাগুলিতে গো-পালন উঠেই গিয়েছে। যে দুধ দুধই নয়, প্যাকেটের দুধ, সেটা আমরা খাচ্ছি। বাঙালিরা আজকাল প্যাকেটের দুধ খান, গরুর দুধ খান না। দিলীপ ঘোষ জানান, আমি বলেছিলাম, গরুর দুধে সোনা পাওয়া যায়। অনেকে বিরোধিতা করেছিলেন। যাঁরা গরুর দুধ খাননি, তাঁরা সোনা পাবেন কী করে?
বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়ে আসার পর সুকান্ত মজুমদার বলেন, এটা সমর্থন বা অসমর্থনের বিষয় নয়৷ বিষয়টিকে অন্যভাবে পেশ করা হয়েছে৷ সেই সময় একটি আন্তর্জাতিক জার্নালে ভারতীয় গরুর দুধে সোনার অস্তিত্ব নিয়ে একটি পেপার বেরিয়েছিল৷ আমিও সেই সময় এটা পড়েছিলাম৷ সেটাই দিলীপদা বলেছিলেন৷ এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল।
Comments are closed.