সুরক্ষা বিধির সঙ্গে আপস নয়, নিয়ম মেনেই পুজোর আয়োজন? খতিয়ে দেখতে পুজো মণ্ডপগুলোতে গেলেন পুলিশ কমিশনার  

পুজোর আর মাত্র দিন কয়েক বাকি। যদিও শহরে কার্যত উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। এক্কেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এই অবস্থায় সমস্ত সুরক্ষা বিধি মেনে পুজোর আয়োজন হয়েছে কিনা তা খতিয়ে দেখতে একাধিক পুজো মণ্ডপে গেলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। 

বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পুজোমণ্ডপে যান পুলিশ কমিশনার। অগ্নিনির্বাপণ ব্যবস্থা-সহ সুরক্ষা সংক্রান্ত নানান খুঁটিনাটি খতিয়ে দেখেন তিনি। জানা গিয়েছে, উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে এদিন একাধিক বড় পুজোর মণ্ডপে গিয়েছেন কমিশনার। তাঁর সঙ্গে কলকাতা পুলিশের অন্যান্য শীর্ষ কর্তারাও উপস্থিত ছিলেন। 

সাংবাদিকদের এদিন তিনি জানান, মণ্ডপে তৈরিতে সুরক্ষা বিধির সঙ্গে কোনও রকমের আপস করা হয়েছে কিনা, সব নিয়ম মেনেই পুজোর আয়োজন করা হয়েছে কিনা সেসব দিক খতিয়ে দেখতেই তিনি এদিন মণ্ডপে মণ্ডপে যাচ্ছেন। পুজোর সময় যে কোনও রকমের পরিস্থিতির মোকাবিলা করতে কলকাতা পুলিশ প্রস্তুত বলে তিনি জানান। পুজোর সময় শহরে বিপুল জনসমাগম ঘটে। সে সময় যানজট সহ অন্যান্য কোনও সমস্যায় পড়লে কলকাতা পুলিশের হেল্প লাইন নম্বরে যোগাযোগ করার আর্জি জানান তিনি। 

Comments are closed.