পদোন্নতি কলকাতার পুলিশ কমিশনারের। অতিরিক্ত ডিজি থেকে ডিজি পদমর্যাদায় উন্নীত করা হল সৌমেন মিত্রকে। তবে নগরপালের পদেই বহাল থাকছেন তিনি। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে বৃহস্পতিবার এই মর্মে একটি বিবৃতি জারি করা।
স্বরাষ্ট্ৰফতরের বিবৃতিতে জানানো হয়, কলকতার পুলিশ কমিশনার আইপিএস সৌমেন মিত্রকে অতিরিক্ত ডিজি পদমর্যাদা থেকে ডিজি পদে প্রমোশনে দেওয়া হল। বর্তমানে তিনি কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্বে রয়েছেন, সেই পদেই বহাল থাকবেন। বিবৃতি অনুযায়ী, নতুন পদমর্যাদা কার্যকর হবে ১ সেপ্টেম্বর ২০২১ থেকে। জনস্বার্থেই এই পদন্নোতি বলে বিবৃতিতে জানানো হয়েছে।
১৯৮৮ ব্যাচের আইপিএস সৌমেন মিত্র একুশের নির্বাচনের আগেই কলকাতা পুলিশের শীর্ষ স্থানে বসেন। কর্মক্ষত্রে অসামান্য দক্ষতার জন্য সম্প্রতি তিনি ‘মুখ্যমন্ত্রী পুলিশ পদক’ পান। গত ১৫ আগস্ট রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি।
ইতিহাসের ছাত্র সৌমেন মিত্র সেন্ট জেভিয়ার্স কলেজ, প্রেসিডেন্সি এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে তাঁর পড়শোনা শেষ করেছেন। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগেও তিনি বেশ কিছু দিনের জন্য কলকাতার পুলিশ কমিশনার হয়েছিলেন।
Comments are closed.