খেতমজুরদের মজুরি ও কাজ বৃদ্ধির দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন, মালদহে বিশাল সমাবেশ সিপিএমের খেতমজুর সংগঠনের

খেতমজুরদের দাবিদাওয়া নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক আন্দোলনে নামার ডাক দিল সিপিএমের খেতমজুর সংগঠন। খেতমজুরদের মজুরি বৃদ্ধি এবং কাজের দাবিতে রাজ্যজুড়ে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি নিতে শুরু করেছে সিপিএমের খেতমজুর সংগঠন। জেলায়-জেলায় করা হচ্ছে সমাবেশ। শনিবার মালদহ জেলার গাজোলের একলাখীতে খেতমজুর সংগঠনের কর্মসূচিতে আদিবাসী এলাকায় মিলল ব্যাপক সাড়া। খেতমজুর সংগঠনের পক্ষ থেকে বিশাল জমায়েত করা হয় একলাখীতে। আশপাশের এলাকা থেকে বহু আদিবাসী পুরুষ ও মহিলা ধামসা-মাদল বাজিয়ে লাল পতাকা নিয়ে মিছিল করে সমাবেশে অংশ নেন।

রাজ্যের খেতমজুর সংগঠনের সম্পাদক এবং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র বলেন, একশো দিনের কাজ ব্যাপকভাবে কমছে। অরণ্যের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন আদিবাসী মানুষ। সর্বোপরি কাজ কাজ কমছে খেতমজুরদের। ফলে মজুরিও কমছে, কম টাকায় কাজ করতে বাধ্য হচ্ছেন খেতমজুররা। রাজ্য বা কেন্দ্র, কোনও সরকারই খেতমজুরদের দাবিদাওয়া নিয়ে চিন্তিত নয়। এর প্রতিবাদে আগামী দিনে খেতমজুরদের নিয়ে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছেন খেতমজুর সংগঠনের নেতারা।

Comments are closed.