১০৮ টি পুরসভার মধ্যে এখনও ১০৩ টি জয়ী তৃণমূল। রাজ্যে এককথায় সবুজ ঝড়। এর মাঝেই উল্লেখযোগ্য ভাবে বামেদের উত্থান ঘটল। রাজ্যে কার্যত শূণ্য থেকে কলকাতা পুরভোটে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল সিপিএম। আর ১০৮ পুরসভার নির্বাচনে একটা সম্পূর্ণ পুরসভারই দখল নিল বামেরা। ১০৮ টি পুরসভার মধ্যে তাহেরপুর পুরসভায় বোর্ড গঠন করল বামফ্রন্ট। যা নিয়ে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে আলিমুদ্দিন স্ট্রীট।
তাহেরপুর পুরসভায় মোট ১৩টি ওয়ার্ড। যার মধ্যে ৮ টিতে জিতেছে সিপিএম, বাকি ৫ টিতে জয়ী ঘাসফুল শিবির। প্রসঙ্গত ২০১৫ সালেও তাহেরপুরে পুরভোটে একই ফল করেছিল সিপিএম। সেবারেও ৮ টি ছিল তাদের দখলে। বাকি ৫ টি তৃণমূলের।
এদিকে ১০৮ টি পুরসভার মধ্যে মেদিনীপুর পুরসভায় ১ টি, রাজপুর-সোনারপুর পুরসভায়ও ১টি আসনে জয়ী হয়েছে সিপিএম। গারুলিয়া পুরসভায় ১ আসনে জয়ী হয়েছে ফরওয়ার্ড ব্লক। এছাড়াও গোবরডাঙাতে ১টা, অশোকনগরে দুটি এবং উত্তরপাড়ায় ১ টি ওয়ার্ডে জয়ী হয়েছে সিপিএম।
Comments are closed.