সম্প্রতি বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বয়েসের কারণে দলের সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করছিলেন। জানিয়েছিলেন, পার্টির সব কাজ করবেন, কিন্তু কোনও পদে তিনি আর থাকবেন না। এবার সিপিএমের জেলা কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অশোক ভট্টাচার্য। নিজের সিদ্ধান্ত নিয়ে সংবাদমাধ্যমে তিনি জানান, আমাদের উদ্দেশ্য দলে নতুনদের জায়গা করে দেওয়া। সে কারণেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী, সত্তর ঊর্ধ্বদের পার্টির জেলা কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়াতে হয়। পার্টির নিয়ম মেনেই অশোক ভট্টাচার্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে অনেকে মনে করছেন।
বাম আমলে দীর্ঘদিন রাজ্যের পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পুরসভার মেয়রের দায়িত্বও সামলেছেন উত্তরবঙ্গের দাপুটে এই সিপিএম নেতা। বর্তমানে তিনি সিপিএম-র রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য।
একুশের বিধানসভা নির্বাচনে দলের একঝাঁক যুব মুখকে প্রার্থী করেছিল আলিমুদ্দিন। ভোটে ভরাডুব হলেও যুবশক্তি নিয়েই হারানো জমি পুনরুদ্ধারের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াচ্ছে না সিপিএম। জানা গিয়েছে, কলকাতা পুরভোটেও একাধিক ওয়ার্ডে রেড ভলেন্টিয়াদের প্রার্থী করতে পারে সিপিএম। ইতিমধ্যেই সেই মতো প্রত্যেক ওয়ার্ড থেকে রেড ভলেন্টিয়াদের তথ্য সংগ্রহ করছে আলিমুদ্দিন।
Comments are closed.