কালীপুজো, দীপাবলি সহ অন্যান্য উৎসবেও বাজি ফাটানো যাবে না। এবছরের জন্য বাজি কেনা বা বিক্রির ওপরেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট।
কয়েকদিন আগে বাজি ফাটানো নিয়ে বিধিনিষেধ বেধে দিয়েছিল রাজ্যের দূষণ নিয়ন্ত্রক পর্ষদ। এদিন সেই বিধিনিষেধ খারিজ করে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, অনিরুদ্ধ রায়ের বেঞ্চ জানায়, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। বাজি পোড়ানোর জেরে করোনা রুগীদের শ্বাসযন্ত্রের সমস্যা বাড়বে। এই আবহে বাজি ফাটানোর অনুমতি দিতে পারে না আদালত। কোন বাজি পরিবেশ বান্ধব তা চিহ্নিত করার জন্য পুলিশের কাছে প্রয়োজনীয় পরিকাঠামো নেই। সেই কারণেই এবারে সমস্তরকম উৎসবে বাজি নিষিদ্ধ থাকবে।
কালীপুজো সহ দীপাবলি, ছট পুজো, বড়দিন, বর্ষবরণ রাতেও ফাটানো যাবে না বাজি, নির্দেশ আদালতের।
উল্লেখ্য, কয়েকদিন আগে বাজি ফাটানো নিয়ে রাজ্যের দূষণ নিয়ন্ত্রক পর্ষদ জানায় কালীপুজোয় শুধুমাত্র পরিবেশ বান্ধব বাজি ফাটানো যাবে। এবং বাজি ফাটানোর সময়সীমাও বেধে দেওয়া হয়। কালীপুজোর রাতে ৮ টা থেকে ১০ টা, ছট পুজোয় সকাল ৬ টা থেকে ৮ টা বাজি ফাটানোর সময় বেধে দেয় পর্ষদ। এছাড়াও বড়দিন এবং নিউ ইয়ারের রাতে ১১.৫৫ থেকে ১২.৩০ পর্যন্ত বাজি ফাটানোর জন্য সময় বরাদ্দ করেছিল দূষণ নিয়ন্ত্রক পর্ষদ। যদিও শুক্রবার আদালত জানিয়ে দেয় এ বছর বাজি ফাটানো সম্পূর্নভাবেই বন্ধ রাখতে হবে। এবং কোর্টের নির্দেশকে কার্যকর করতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
Comments are closed.