খড়গপুরে হতে চলেছে সাইকেল তৈরির কারখানা। যার জেরে রাজ্যে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। মঙ্গলবার পশ্চিম মেদনীপুরের প্রশাসনিক সভা থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি বলেন, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্য প্রতি বছর পড়ুয়াদের ১০ লাখ সাইকেল দিয়ে থাকে। কিন্তু সাইকেল তৈরির পার্টস এমনকী সাইকেলও বাইরে থেকে আনতে হয়। যার জেরে বিরাট অঙ্কের টাকা রাজ্যের বাইরে চলে যায়। মুখ্যমন্ত্রীর দাবি, সবুজ সাথী প্রকল্পের জন্য ৪০০ থেকে ৫০০ কোটি টাকা খরচ হয়, অথচ পুরো টাকাটাই রাজ্যের বাইরে চলে যাচ্ছে। এবার থেকে মেদনীপুরেই সাইকেল তৈরির কারখানা তৈরি হবে। এর জন্য বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি দেবে রাজ্য।
এদিন প্রশাসনিক সভায় উপস্থিত পাঁচ জন শিল্পপতির সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সাইকেল কারখানায় বিনিয়োগ করতে ইচ্ছুক ওই শিল্পপতিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আইটিআই পড়ছে এরকম প্রচুর পড়ুয়া রয়েছে। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সাইকেল হাবে নিয়োগ করা যাবে। যাতে করে সাইকেল হাবকে কেন্দ্র করে প্রচুর কর্মসংস্থানও তৈরি হবে।
প্রসঙ্গত, কেন্দ্রের National Health and Family Survey তরফে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত একটি সমীক্ষা চালায়। সম্প্রতি সেই সমীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে, দেশের মধ্যে সবথেকে বেশি সাইকেল ব্যবহার করেন পশ্চিমবঙ্গের মানুষ। পরিসংখ্যান অনুযায়ী, মোট ৮০% মানুষ সাইকেল ব্যবহার করেন।
Comments are closed.