উপকূলবাসীকে আশ্বস্ত করে হওয়া অফিস জানাল, বাংলায় সরাসরি প্রভাব ফেলবে না ‘অশনি’। পশ্চিমবঙ্গের একেবারে গা ঘেঁষে বেরোবে ঘূর্ণিঝড়। যদিও এর প্রভাবে উপকূল অঞ্চলগুলোতে জলোচ্ছাস বা তেমন ক্ষয়ক্ষতির সম্ভবনা নেই। তবে আগের দিনের মতোই মঙ্গলবার আবহাওয়া দফতর থেকে আরেকবার জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর থেকে এদিন সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশাখাপত্তন সৈকত থেকে ৩০০ কিলো মিটার দূরে অবস্থান করছে ‘অশনি’। মঙ্গলবার রাত পর্যন্ত অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকেই এগোবে অশনি। তবে স্থলভাগে প্রবেশ করবে না। মঙ্গলবার থেকেই সমুদ্র থেকে হালকা বেঁকে ওড়িশার দিকে এগোবে অশনি।
এদিকে মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গে ৫টি ও দক্ষিনবঙ্গে ৩ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। উত্তরের আলিপুর দুয়ার, কোচবিহার এবং দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা ও পূর্ব মেদনীপুরে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।
Comments are closed.