শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় অশনি। সপ্তাহের প্রথম দিনই ভিজল কলকাতা। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে পার্শ্ববর্তী জেলাতেও। হওয়া অফিস জানাচ্ছে, ‘অশনি’র প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন লাগাতার বৃষ্টি হবে। জানা গিয়েছে, ক্রমশ গতবেগ বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। রাজ্যে এর কী প্রভাব পড়বে?
অলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মাঝ রাতে ‘অশনি’র গতিবেগ ছিল ঘন্টায় ২১ কিমি, এদিন ভোরের দিকে তা বেড়ে হয়েছে ঘন্টায় ২৫ কিমি। যত উপকূলের দিকে ধেয়ে আসবে, গতিবেগ আরও বাড়বে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে বিশাখাপত্তনম থেকে ৫৫০ কিমি এবং পুরীর উপকূল থেকে ৬৮০ কিমি দূরে অবস্থান করছে ‘অশনি’। হওয়া অফিস সূত্রে আরও জানানো হয়েছে, ‘অশনি’র সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও আগামী ৩ দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। ১১ এবং ১২ তারিখ কলকাতা এবং উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
ইয়াসের ক্ষত এখনও টাটকা রয়েছে। ‘অশনি’ মোকাবিলায় তৎপর রাজ্য। সোমবারই এ নিয়ে জরুরি বৈঠকে বসছেন মুখ্যসচিব। উপকূলবর্তী অঞ্চল, বিশেষ করে দীঘা, সুন্দরবনের জন্য বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। আগাম সতর্কতা অনুযায়ী মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Comments are closed.