মে মাসের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে। তবে তার অভিমুখ কোন দিকে হবে সেই ব্যাপারে নিশ্চিত হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, ঘূর্ণিঝড়টির কয়েকটি সম্ভাব্য অভিমুখের রয়েছে। কিন্তু সেগুলো খুবই প্রাথমিক অবস্থায় রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের এক অধিকর্তা জানান, আগামী ২৩ মে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হওয়ার কথা। নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় হলে কোন তা দিকে এগোবে তার পরিষ্কার ইঙ্গিত মিলবে ওই সময়ের আশপাশে।
বঙ্গোপসাগরে কোনও ঘর্ণিঝড় হলে সেটি তামিলনাড়ু থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত উপকূলের যে কোনও জায়গায় আছড়ে পড়তে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে এগনোর সম্ভাবনা আছে। আবহাওয়াবিদদের বক্তব্য, তবে এই অভিমুখের পরিবর্তন হতে পারে।
Comments are closed.