নিম্নচাপ ঘূণিভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার প্রভাবে দক্ষিণবঙ্গেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। এই অবস্থায় ঘূর্ণিঝড় মিগজাউমের প্ৰভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার আবহাওয়া দফতর তেমনটাই জানিয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপটি পশ্চিমে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। গভীর নিম্নচাপ রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবার পর শুধু উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং সোমবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। এরপর গতিপথ পরিবর্তন করে শুধুই উত্তর দিকে এগোবে ঘূর্ণিঝড়। এবং ঘন্টায় ৮০ থেকে ৯০ কিমি বেগে স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্ৰভাবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের উপকূল ও পার্শ্ববর্তী জেলাগুলোতে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। যে কারণে বৃহস্পতিবারের মধ্যে হালকা বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলি।
Comments are closed.