নভেম্বরের শেষ পর্যায়ে পৌঁছেও জাঁকিয়ে শীতের অপেক্ষায় রাজ্যবাসী। দিন কয়েক ফের কিছুটা কমেছে শীতের আমেজ। এমনকী পশ্চিমের জেলাগুলোতেও তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। এই আবহে ফের মিগজাউম নামে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ এগিয়ে যাচ্ছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে রবিবার। সোমবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূল বরাবর তা এগোবে এবং তারপর ঘূর্ণিঝড় বাঁক নিতে পারে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব সরাসরি রাজ্যে কতটা প্রভাব ফেলবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। যে কারণে রাজ্যে ফের থমকে শীত।
বৃহস্পতিবার কলকাতায় সর্বচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে আবহাওয়ার বড়সড় রোদবদল হতে পারে।
Comments are closed.