শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। ২৪ ঘন্টার মধ্যেই যা পরিণত হবে নিম্নচাপে এবং ৯-১০ নাগাদ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মোকা আছড়ে পড়বে উপকূলে। এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের শেষ খবর এমনটাই।
আবহাওয়ায় দফতর আরও জানিয়েছে, এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এদিকে শুক্রবারই মৌসম ভবন জানিয়েছিল, ঘূর্ণিঝড় নিয়ে যে কয়েকটি রাজ্যকে সতর্ক করা হয়েছিল তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। শেষ পর্যন্ত ‘মোকা’ কোথায় আছড়ে পড়বে তা নিয়ে নিশ্চিত কিছু জানা না গেলেও মনে করা হচ্ছে বাংলাদেশের দিকে ঝড়ের অভিমুখে ঘুরে যেতে পারে। যদিও ‘মোকা’ নিয়ে আরও একটি আশঙ্কার খবর দিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় ঘূর্ণিঝড়ের প্রভাব সব থেকে বেশি পড়তে পারে। সেই সঙ্গে হাওয়া অফিস এও জানিয়েছে, ঘূর্ণিঝড় শেষমেশ কোথায় আছড়ে পড়তে পারে তার একটি স্পষ্ট আভাস মিলতে পারে রবিবার।
তবে ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি থাকছে নবান্ন। ইতিমধ্যেই রাজ্যের সেচ দফতরের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি উপকূলের জেলাগুলোর জেলাশাসকদের সঙ্গেও দফায় দফায় বৈঠক করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
Comments are closed.