শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত পড়তে এখনও কয়েকদিন বাকি। দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। যদিও পশ্চিম প্রান্তের জেলাগুলোতে তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ ঘনীভূত হবে। আবহাওয়াবীদরা মনে করছে, এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে হতে চলেছে। যার প্রভাবে আগামী মাস অর্থাৎ ডিসেম্বরের শুরুতেই একটি ঘূর্ণিঝড় তাণ্ডব শুরু করতে পারে, যার নাম মিগজাউম। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার প্রবেশে ব্যাঘাত ঘটছে। কমছে না তাপমাত্রার পারদও। তবে এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে তা এখনও স্পষ্ট নয়।
বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। এদিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ।
Comments are closed.