সুন্দরবনে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ! জানেন কেন এই নাম, কে দিল?
ঘূর্ণিবর্ত সৃষ্টি হলেও তা টাওতের মতো শক্তিশালী হবে না
আবার একটা মে মাস। বছর ঘুরতেই আমফানের স্মৃতিকে উস্কে দিতে ফের আরও এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় ‘টাওতে’র তাণ্ডবে লণ্ডভণ্ড ভারতের পশ্চিমের উপকূলীয় রাজ্য। এবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিবর্তিত হয়ে সুন্দরবনে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ।
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘যশ’। নামকরণ করেছে ওমান। ‘যশ’ শব্দের অর্থ হল হতাশা বা দুঃখ।
ভূ-বিজ্ঞান মন্ত্রকের সচিব জানিয়েছেন, বঙ্গোপসাগরে উপর একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা ২৩ মে নাগাদ ওড়িশা থেকে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে। এবং ২৭ মে নাগাদ উপকূলবর্তী এলাকাগুলির উপর আছড়ে পড়বে। তিনি আরও জানিয়েছেন, ঘূর্ণিবর্ত সৃষ্টি হলেও তা টাওতের মতো শক্তিশালী হবে না।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের অভিমুখ সুন্দরবনের দিকে থাকতে পারে। তারপর অবশ্য গতি পরিবর্তন করে চলে যেতে পারে বাংলাদেশে।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে সাগরের তাপমাত্রা বেড়ে যাওয়ের কারণেই এই নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, তওতের তাণ্ডবে তছনছ গুজরাত উপকূল। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জন। বুধবার রাজ্যে ক্ষয়ক্ষতি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।
Comments are closed.