লোকাল ট্রেন চালানো এবং স্টাফ স্পেশাল ট্রেনে নিত্য যাত্রীদের উঠতে দেওয়ার দাবি জানিয়ে আবার রেল অবরোধ। বুধবার সকালে সোনারপুর স্টেশনে রেল লাইনে বসে ট্রেন আটকে দেন নিত্য যাত্রীরা।
বিক্ষোভের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর, ক্যানিং, ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা লাইনে আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে সোনারপুরের RPF এবং GRP। অবরোধকারীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তোলার চেষ্টা চলছে।
বাংলায় কার্যত লকডাউনের জেরে সাধারণ যাত্রীদের জন্য লোকাল ট্রেন পরিষেবা বন্ধ। এর জেরে কর্মস্থলে আসতে দুর্ভোগের শিকার হচ্ছেন নিত্য যাত্রীরা। অসংখ্য মানুষ মফস্বল থেকে শহরে আসেন কাজ করতে। পেটের চিন্তায় তাদের রাতের ঘুম উড়েছে।
রেলের সূত্রে খবর, লোকাল ট্রেন চালানোর আর্জি জানিয়ে ইতিমধ্যেই রাজ্যের পরিবহণ দফতরে চিঠি দিয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। রেলের দাবি, স্টাফ স্পেশালে নিত্য যাত্রীরা উঠে পড়ায় দুরত্ব বিধিও শিকেয় উঠেছে।
Comments are closed.