দার্জিলিংয়ে ঢুকতে গেলে দেখাতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা দুটো ভ্যাকসিনের সার্টিফিকেট

করোনার সংক্রমণ একটু কমতেই দীপুদায় ভিড় জমিয়েছে বাঙালি। বেশিরভাগ পর্যটকের মুখে নেই মাস্ক, করোনার বিধিনিষেধ মানার কোনও বালাই নেই। এই অবস্থায় দিঘার পর এবার দার্জিলিংয়ে জারি হল নিষেধাজ্ঞা।

এবার থেকে দার্জিলিংয়ে ঢুকতে গেলে দেখাতে হবে কোভিডের জোড়া ভ্যাকসিনেশনের সার্টিফিকেট অথবা সঙ্গে রাখতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট। যে টেস্ট ৭২ ঘন্টা আগে করা হয়েছে।
এই দুটির মধ্যে যেকোন একটি না থাকলে দার্জিলিংয়ের কোনও হোটেল বা স্টে হোমে থাকা যাবে না। পর্যটকদের বাড়বাড়ন্ত রুখতে এমনই নির্দেশ জারি করেছেন  দার্জিলিঙের জেলাশাসক।

করোনা সংক্রমণ একটু নিয়ন্ত্রণে আসতেই দীপুদা অর্থাৎ দিঘা, পুরী আর দার্জিলিংয়ে উপচে পড়ছে পর্যটকদের ভিড়। এরআগে পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমনিতেও হোটেলে থাকতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট অথবা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। দিঘা, মন্দারমনির হোটেল মালিকদের চিঠি দিয়ে নয়া বিধির কথা জানিয়ে দেওয়া হয়েছে। এবার দিঘার দেখানো পথেই হাঁটল দার্জিলিং।

Comments are closed.