প্রবল বৃষ্টিতে দার্জিলিং- কালিম্পং-এ ধস, আটকে পড়েছেন বহু পর্যটক

গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ শুরু হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। এরমধ্যে দার্জিলিঙের অন্ধেরি ঝোরা এলাকায় প্রবল ধস। দার্জিলিং ছাড়া কালিম্পঙের কিছু এলাকাতেও ধস নেমেছে। সোমবার ভোরে দার্জিলিং-এর অন্ধেরি ঝোড়া ছাড়া ধস নামে কালিম্পঙের মংপো ফটকের কাছে জাতীয় সড়কে দুটি জায়গায়। ধসের কেরে আটকে পড়েছেন বহু পর্যটক।

দার্জিলিং-এর অন্ধেরি ঝোরায় ধস নামায় সেই রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে গাড়ি। রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ধসের জেরে তীব্র যানজট তৈরি হয়েছে ৷ কালিম্পঙের জেলাশাসক জানিয়েছেন, জাতীয় সড়ক থেকে ধস সরানোর কাজ দ্রুত শুরু হওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।

অন্যদিকে রবিবার রাত থেকেই পাহাড়ে টানা বৃষ্টির জেরে বৃষ্টিরে জেরে শিলিগুড়ির বালাসন নদীতে তৈরি অস্থায়ী হিউম পাইপের সেতু ভেঙে পড়েছে। প্রবল বৃষ্টিতে কয়েকদিন আগেই সিকিমের রংপো এলাকায় ধস নামে। ধসের জেরে সিকিমের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Comments are closed.