ভুলেছে দল! উত্তরকন্যা অভিযানে মৃত উলেন রায়ের স্ত্রীকে কাজ করতে হচ্ছে চা বাগানে, মেলেনি চাকরি
৬ মাস কেটে গিয়েছে, বিজেপির শীর্ষ নেতৃত্ব পরিবারের জন্য চাকরির প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেননি, অভিযোগ মৃত কর্মীর স্ত্রীর
বিজেপির ডাকা উত্তরকন্যা অভিযানে গিয়ে মৃত্যু হয়েছিল স্বামীর। ৫ জনের সংসার চালাতে চা বাগানে কাজ নিতে বাধ্য হলেন স্ত্রী।
৬ মাস কেটে গিয়েছে, বিজেপির শীর্ষ নেতৃত্ব পরিবারের জন্য চাকরির প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেননি, অভিযোগ মৃত কর্মীর স্ত্রীর।
গত বছর এই দিনে বিজেপির ডাকা উত্তরকন্যা অভিযানে গিয়ে মৃত্যু হয় উলেন রায়ের। অভিযোগ পুলিশের ছোঁড়া ছররা গুলিতে মৃত্যু হয় উলেন রায়ের। ওই মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে।
রাজ্য বিজেপির নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বও জলপাইগুড়ির গাজোলডোবার বাসিন্দা নিহত উলেন রায়ের বাড়িতে যান দেখা করতে। নিহত কর্মীর বাড়ির লোককে বিজেপির শীর্ষ নেতৃত্ব চাকরির প্রতিশ্রুতি দেন এবং দলের পক্ষ থেকে পাঁচ সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হবে বলেও কথা দেন।
তারপর ভোটে এসেছে, চলেও গেছে। কথা রাখেনি বিজেপি। এমনটাই দাবি মৃত উলেন রায়ের স্ত্রীর। তাঁর অভিযোগ, ঘটনার পর থেকে বিজেপির কোনও নেতা কর্মী খোঁজ খবর নেননি। ঘটনার পরই দলের তরফে ৫ লক্ষ টাকা ছাড়া আর কোনও রকম সাহায্য পাননি বলে জানান। যার জেরে এক প্রকার বাধ্য হয়ে ৫ জনের সংসার চালাতে চা বাগানে কাজ নিয়েছেন আন্দোলনে গিয়ে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের স্ত্রী।
বিজেপি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
Comments are closed.