তাঁকে ছবিতে দেখা গেছে শাসক দলের একাধিক নেতার সঙ্গে। ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পকাণ্ডে দেবাঞ্জন দেবের এইসব ছবি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।
এবার দেখা গেল, তালতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তির ফলকে মন্ত্রী ফিরহাদ হাকিম, উত্তর কলকাতার সাংসদ সুদীপ ব্যানার্জিদের সঙ্গে জ্বলজ্বল করছে পশ্চিমবঙ্গের যুগ্মসচিব পরিচয়ে ভুয়ো IAS দেবাঞ্জনের নাম।
রবীন্দ্র মূর্তির ফলকের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্য বিজেপির মিডিয়া সেলের প্রধান সপ্তর্ষি চৌধুরী।
সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ফলকে তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি, ফিরহাদ হাকিম ছাড়াও নাম রয়েছে রাজ্যের তৎকালীন মন্ত্রী বর্তমান বিধায়ক তাপস রায়, বিধায়ক নয়না ব্যানার্জির নাম, পাশেই খোদাই করা ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের নাম। সেখানে আবার দেবাঞ্জনকে পশ্চিমবঙ্গ সরকারের যুগ্ম সচিব ছাড়াও মন্ত্রী ফিরহাদের মুখ্য উপদেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে।
একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে ছবি দেখা গেছে দেবাঞ্জন ট্যুইটার হ্যান্ডেলে। সেই সব ছবিকে হাতিয়ার করে বিজেপি প্রশ্ন তুলছে দেবাঞ্জন দেবের তৃণমূল যোগের। যদিও ভুয়ো আইএএসের প্রসঙ্গে বিজেপির অভিযোগ গায়ে মাখছে না তৃণমূল।
ইতিমধ্যেই ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের ট্যুইটার হ্যান্ডেলটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে লালবাজার।
Comments are closed.