শুধু কসবা নয়, আরও বেশ কিছু জায়গায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করেছে অভিযুক্ত। মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। তদন্তে আরও যাঁদের দোষী পাওয়া যাবে গ্রেফতার হবে। কসবা ভুয়ো টিকা কাণ্ডে মুখ খুললেন কলকাতার নগরপাল সৌমেন মিত্র। গোটা ঘটনাকে অমানবিক বলে অভিহিত করলেন সিপি।
শুক্রবার পূর্ব যাদবপুরে একটি ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধনে এসেছিলেন পুলিশ কমিশনার। সেখানে তিনি বলেন, কী ভ্যাকসিন দেওয়া হয়েছে, কারা দিয়েছে, কীভাবে দিয়েছে, কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, সব তদন্ত হবে। ইতিমধ্যেই ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তদন্ত করছে গোয়েন্দা দফতর।
দেবাঞ্জন দেবের প্রসঙ্গে তিনি বলেন, এই শহরের মানুষ মানবিক। গত দেড় বছর ধরে যে লকডাউন চলছে, তাতে মানুষ একে ওপরের পাশে দাঁড়িয়েছে। এরমধ্যেও কেউ এমন অমানবিক কাজ করতে পারে। যা দুর্ভাগ্যজনক। একে বিকৃত মানসিকতার পরিচয় বলে মনে করেন নগরপাল।
অন্যদিকে কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর সুশান্ত ঘোষ জানিয়েছেন, ভুয়ো ভ্যাকসিন নিয়ে তিনি পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু পুলিশ উপযুক্ত পদক্ষেপ নেয়নি। এই প্রসঙ্গে সৌমেন মিত্র বলেন, টিকাকরণের মতো সামাজিক কাজের জন্য সবসময় পুলিশের অনুমতি নিতে হয় না।
Comments are closed.