কসবাকাণ্ডে গ্রেফতার আরও এক। ধৃতের নাম ইন্দ্রজিত্ সাউ। সে দেবাঞ্জনের সঙ্গে কাজ করত। সিটি কলেজে ভ্যাকসিনেশনের ক্যাম্পের আয়োজক ছিল সে। ট্যাংরার বাসিন্দা ইন্দ্রজিত্-কে শুক্রবার সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ।
ইন্দ্রজিৎকে জের করে আর কোথায় কোথায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করেছিল দেবাঞ্জন, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এরআগে বৃহস্পতিবার দেবাঞ্জনের নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছিল পুলিশ। যাকে রাজ্যপালের সঙ্গে দেখা গিয়েছিল। সেই ছবি প্রকাশ্যে আনে তৃণমূল।
অন্যদিকে শুক্রবার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য সরকার জানিয়েছে, দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে সম্ভবত দেওয়া হয়েছে আরও একটি ইঞ্জেকশন।
তল্লাশির সময় ২ ধরনে ভ্যাকসিনের উদ্ধার হয়েছিল। একটা ভ্যাকসিন ভায়েলের গায়ে নকল কোভিশিল্ডের স্টিকার লাগানো ছিল। সেই স্টিকারের নীচে ছিল অ্যামিকাসিন-500 এর স্টিকার। পাশাপাশি, লাল রঙের ঢাকনাযুক্ত ভায়ালে লাগানো ছিল স্পুটনিক ভি-র স্টিকার। তার নীচে ছিল ট্রায়ামসিনোলোন অ্যাসিটোনাইড বা ন্যাডিকোর্ট ইঞ্জেকশনের স্টিকার। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়ার দিনই দেবাঞ্জন দাবি করে দে বাগরী মার্কেট থেকে ভায়ালগুলি কিনেছিল।
আগেই কলকাতা পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয় কোভিশিল্ড দেওয়া হয়নি ভ্যাকসিনেশন ক্যাম্পে। ভুয়ো ভ্যাকসিনকাণ্ড প্রকাশ্যে আসার পর কলকাতা হাইকোর্টে ৩টি জনস্বার্থ মামলা দায়ের হয়। রাজ্য সরকারের কাছে হলফনামা দাবি করেছে আদালত।
Comments are closed.