বাংলার পথে ফের দেশের এক রাজ্য। এবার দিল্লি বিধানসভা ভোটের আগে মহিলাদের জনয় বিশেষ আর্থিক সুবিধার ঘোষণা করল আপ। ভোট জয়ের সবথেকে জনপ্রিয় পন্থাকে দিল্লির সরকার গঠনের চাবিকাঠি করতে চাইছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বিধানসভা ভোট ফেব্রুয়ারি মাসে। অরবিন্দ কেজরিওয়াল জয়ের পথ প্রশস্ত করতে বৃহস্পতিবার মহিলা সম্মান যোজনা ঘোষণা করলেন। দিল্লির বাসিন্দা প্রত্যেক ১৮ বছরের বেশি বয়সী মহিলাকে দেওয়া হবে মাসে এক হাজার টাকা করে। কেজরিওয়াল একইসঙ্গে ঘোষণা করেছেন, তিনি যদি আবার ক্ষমতায় ফেরেন, তাহলে নতুন সরকার গঠন করার পর এই অঙ্ক বেড়ে হবে ২১০০ টাকা। কেজরিওয়াল যদি পুনরায় মুখ্যমন্ত্রী হন, তাহলে ২১০০ টাকা করে মহিলাদের ব্যাঙ্কে পাঠানো হবে।
বিগত নির্বাচনগুলিতে কেজরিওয়াল কখনও বাসে মহিলাদের যাতায়াত বিনামূল্যে করেছেন, কখনও বিদ্যুৎ ও জল একটি নির্দিষ্ট ইউনিট পর্যন্ত বিনামূল্যে করেছেন। এবার বাংলার লক্ষ্মীর ভাণ্ডার। কেজরিওয়ালের এই ঘোষণায় বিজেপি বিপাকে। কারণ এই প্রকল্পের বিরোধিতা করে বিজেপি যদি প্রচার শুরু করে তাহলে কেজরিওয়াল বলার সুযোগ পাবেন, বিজেপি ক্ষমতায় এলে এই টাকা পাওয়া যাবে না। বিজেপি এই প্রকল্প সমর্থন করছে না। হুবহু এই প্রকল্পে ভর করেই মহারাষ্ট্রে বিজেপি সদ্য জয়ী হয়েছে। আবার ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের কাছে এই প্রকল্পের কারণেই পরাজিত হয়েছে বিজেপি।
Comments are closed.