গৃহবন্দি মুখ্যমন্ত্রী! কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের রোষে কেজরীবাল

আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করে ফেরার পরই দিল্লিতে গৃহবন্দি হলেন অরবিন্দ কেজরীবাল! তাঁর বাড়ি থেকে বেরনো বা কেউ তাঁর বাড়িতে যাওয়া কোনওটাতেই অনুমতি দেওয়া হচ্ছে না। এমনই দাবি করে মঙ্গলবার ট্যুইট করা হয়েছে আম আদমি পার্টির অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে।

 

বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দেশ জুড়ে ভারত বন্‌‌ধ পালিত হচ্ছে। তার মধ্যেই এ দিন সকালে দিল্লি পুলিশের তরফে কেজরীবালকে গৃহবন্দি করা হয় বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি (আপ)। কৃষকদের পাশে দাঁড়িয়ে সোমবার সিঙ্ঘু বর্ডারে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তারপর কেন্দ্রের নির্দেশে দিল্লির মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করা হয়েছে বলে তাঁর দলের অভিযোগ। আপের আরও অভিযোগ, বন্‌‌ধের দিন যাতে কৃষকদের পাশে দাঁড়াতে না পারেন সেজন্য ইচ্ছাকৃতভাবে কেজরীবালকে বন্দি করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের উত্তর জেলার ডেপুটি কমিশনারের দাবি, তাঁদের বিরুদ্ধে মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। ওই অফিসারের কথায়। আমরা সজাগ রয়েছি। সোমবার রাত আটটা নাগাদ কেজরিওয়াল বাড়ি থেকে বাইরে বেরোন। তারপর ১০ টায় বাড়ি ঢুকে যান। আর কোনও ইস্যু নেই বলে দাবি করেন তিনি।

Comments are closed.