উত্তরবঙ্গে ভোট প্রচার সেরে ফেরার পথে মাঝ আকাশে দুর্যোগের মুখে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হেলিকপ্টার। জরুরী অবতরণের সময় কোমরে পায়ে চোট পান তৃণমূল নেত্রী। এখনও তিনি বাড়িতে চিকিৎসাধীন। কিন্তু মুখ্যমন্ত্রীর কপ্টার কীভাবে দুর্যোগের মধ্যে পড়ল। কেন এরকম পরিস্থিতির সৃষ্টি হল, উত্তর খুঁজতে এবার তদন্ত শুরু করল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বা ডিজিসিএ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বেসরকারি ওই হেলিকপ্টারের ডিজিটাল ফাইল ডেটা রেকর্ডার থেকে তথ্য সংগ্রহের কাজ করেছে তদন্তকারী সংস্থা। দুর্ঘটনার দিন ঠিক কটায় কপ্টারটি উড়েছিল, দুর্যোগের আগাম কোনও পূর্বাভাস ছিল কিনা, কখন কপ্টারের মুখ ঘুরিয়ে সেবক এয়ারবেসে নিয়ে যাওয়া হয়, কখন জরুরি অবতরণ করানো হয়, এ সমস্ত তথ্য খতিয়ে দেখছে তারা।
দেশের আকাশ সীমায় বিমান, হেলিকপ্টার সংক্রান্ত কোনও দুর্ঘটনা ঘটলে তার তদন্তের ভার যায় ডিজিসিএ-র ওপরে। এক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর মতো একজন হাই প্রফাইল ব্যক্তিত্বের কপ্টার কীভাবে এরকম এক দুর্যোগের মুখে পড়ল তা জানতে চাইছে ডিজিসিএ।
উল্লেখ্য, গত ২৭ জুন মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির ক্রান্তিতে জনসভা শেষ করে আকাশপথে বাগডোগরা আসছিলেন। সেই সময় দুর্যোগের কবলে পড়ে কপ্টারটি। এরপর পাইলট কাছেই একটি বায়ুসেনার ঘাঁটিতে কপ্টারটিকে জরুরী অবতরণ করান।
Comments are closed.