বিধবা দেবী ধূমাবতিকে অলঙ্কার পরিয়ে নেটিজেনদের রোষের মুখে চ্যানেল! হিন্দু সংষ্কৃতিকে বিকৃত করার অভিযোগ কালার্সের বিরুদ্ধে
বেশ কিছু বছর ধরে বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল মহালয়ার দিন নতুন আঙ্গিকে পরিবেশনা করছে মহিষাসুরমর্দিনী।এছাড়াও নতুন অভিনেতা – অভিনেত্রীদের দ্বারা অভিনীত বিভিন্ন পৌরাণিক ঘটনা তুলে ধরা হচ্ছে এই অনুষ্ঠান গুলির মাধ্যমে। এ বছরও তেমনি একটি অনুষ্ঠানের আয়োজন করে কালার্স বাংলা। কিন্তু এই অনুষ্ঠান সম্প্রচার হওয়ার পর চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে হিন্দু সংস্কৃতি বিকৃত করার অভিযোগ করলেন দর্শকরা।
‘দেবী দশমহাবিদ্যা’ নামক একটি অনুষ্ঠান মহালয়ার দিন সম্প্রচার করে কালার্স বাংলা। এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয় দেবী দশ মহাবিদ্যার বিভিন্ন রূপ। এই অনুষ্ঠানে অতিরিক্ত টিআরপি পাওয়ার লোভে নানা ধরনের গাঁজাখুরি ঘটনা সম্প্রচার করে এখন হাসির খোরাক চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু অনেকে চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগও এনেছেন। তাদের অভিযোগ, চ্যানেল কর্তৃপক্ষ দর্শক টানতে বিকৃত করেছে হিন্দু ধর্মের সংস্কৃতি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত দেবী ধূমাবতির রূপ ও সাজসজ্জা এখন বিতর্কের মূল কেন্দ্রবিন্দু।
পুরাণ মতে দেবী ধূমাবতি মায়ের বিধবা রূপ।সেখানে তাকে অলঙ্কারহীন সাদা শাড়ি পরিহিতা হিসাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু কালার্স বাংলায় সম্প্রচারিত অনুষ্ঠানে দেখা যায় দেবী ধূমাবতির গায়ে রয়েছে অসংখ্য গয়না। রুদ্রাক্ষের মালা ছাড়াও নানা অলংকারে সাজানো হয়েছে দেবীকে।দেবী ধূমাবতির চরিত্রে অভিনয় করা সৈরিতী বন্দ্যোপাধ্যায় এর নাচ দেখেও এখন হেসে লুটোপুটি খাচ্ছেন অনেকে। কিন্তু ধর্মবিশ্বাসী মানুষদের অভিযোগ কিভাবে একটি চ্যানেল ধর্মীয় সংস্কৃতিকে বিকৃত করলো। মহালয়ার এই অনুষ্ঠান গতকাল শেষ হয়ে গেলেও এই নিয়ে এখনো তর্ক বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
Comments are closed.