৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। আর এক সপ্তাহ বাকি নেই। ইতিমধ্যেই উপনির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে সব দল। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, ধূপগুড়ির উপনির্বাচনে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, প্রথমে ঠিক ছিল ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই থাকবে। তবে পরে আরও বাহিনী বাড়ানোর সিদ্ধান্ত নেয় জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ইতিমধ্যেই বাকি ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ধূপগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।
উল্লেখ্য, কিছু দিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের। একুশের বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে জিতেছিলেন তিনি। বিজেপি বিধায়কের মৃত্যুর পর ওই আসনটি ফাঁকা ছিল। তাতেই এবার উপনির্বাচন হচ্ছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এলাকায় রুট মার্চ শুরু করে দিয়েছে। উপনির্বাচন ঘিরে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে তা রুখতে তৎপর নির্বাচন কমিশন।
Comments are closed.