স্পর্শকাতর নয়, গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে; নির্দেশ কলকাতা হাইকোর্টের 

পুরো রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ এই নির্দেশ দেয়।

এই মামলায় এর আগে হাইকোর্টের নির্দেশ ছিল, রাজ্যের যে সমস্ত এলাকা স্পর্শকাতর সেখানে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে হবে। তবে হাইকোর্টের নির্দেশের বিশেষ অংশ পুনর্বিবেচনা আর্জি জানিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। নির্বাচন কমিশনের দাবি, কোন এলাকা স্পর্শকাতর কোন এলাকা নয়, সামগ্রিক পরিস্থিতি এখনও মূল্যায়ন করে উঠতে পারেনি নির্বাচন কমিশন।

এদিন প্রধান বিচারপতি কমিশনকে নির্দেশ দেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে আবেদন করবে নির্বাচন কমিশন। এবং আবেদন পাওয়ার পর পরই রাজ্যে বাহিনী পাঠাতে হবে কেন্দ্রকে। এবং বাহিনীর সমস্ত খরচ বহন করবে কেন্দ্র।

Comments are closed.