করোনাকালে নাগরিকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, তা সুনিশ্চিত করতে এবারে রীতিমতো নরমপন্থী উপায় অবলম্বন করলে ধূপগুড়ি পুরসভা। মাস্ক না পরে যাঁরা বাইরে বেরিয়েছিলেন, শুক্রবার পুরসভার তরফে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে মাস্কহীনদের হাতে তুলে দেওয়া লাড্ডু। সেই সঙ্গে একটি মাস্ক। পুরসভার এই ‘অভিনব’ সচেতনতা কর্মসূচি দেখে অনেকেই প্রশংসা করেছেন। পুলিশের ধমকের বদলে হাতে লাড্ডু পেয়ে মাস্কহীন অনেকেও বেশ অবাক হয়েছেন এদিন।
জলপাইগুড়িতে করোনা সংক্রমণের হার উদ্বেগ বাড়িয়েছে জেলা প্রশাসনের। এই আবহে শুক্রবার থেকে এলাকাভাগ করে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অনেক পুরসভা। ধূপগুড়ি পুরসভার তরফেও এরকম বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে পথচলতি মানুষকে সচেতন করতে এদিন রাস্তায় নামেন পুরপ্রতিনিধিরা। সঙ্গে লাড্ডু ও মাস্ক। ধূপগুড়ি বাজারে সকাল থেকেই দেখা গেল মাস্কহীনদের হাতে লাড্ডু সঙ্গে মাস্ক তুলে দিচ্ছেন তাঁরা।
ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিংহ বলেন, ধূপগুড়িতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। তা সত্ত্বেও একাংশের কোনও সচেতনতা দেখা যাচ্ছে না। আইনি ব্যবস্থা, পুলিশের ধমকেও কাজ না হওয়ায় অবশেষে ‘গান্ধীগিরির’ পথে হাঁটলাম।
Comments are closed.