ফিরহাদ-মদনদের গ্রেফতারি প্রতিহিংসার রাজনীতি! দিলীপকে মেল করে বিজেপি ছাড়লেন দীপেন্দু বিশ্বাস
দীপেন্দু জানিয়েছেন, যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা মোটেও ভালো লাগেনি। বিজেপির কোনও ব্যাপারেই আর থাকতে চাই না
প্রতিহিংসার রাজনীতি করে নারদ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে চার জনকে। এই অভিযোগ করে বিজেপি ছাড়লেন প্রাক্তন তারকা জাতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস। মঙ্গলবার ইমেলে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তিনি জানিয়ে দিয়েছেন দল ছাড়ার কথা।
দীপেন্দু জানিয়েছেন, যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা মোটেও ভালো লাগেনি। বিজেপির কোনও ব্যাপারেই আর থাকতে চাই না।
২০১৬ বিধানসভা ভোটে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন দীপেন্দু বিশ্বাস। কিন্তু ২১ এর ভোটে তাঁকে প্রার্থী করেনি তৃণমূল। সেই অভিমানে ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন একদা ময়দান কাঁপানো দীপেন্দু। কিন্তু বিজেপিও টিকিট দেয়নি তাঁকে। যদিও বিজেপি তাঁকে রাজ্য কমিটির স্থায়ী সদস্য করেছিল। কিন্তু তাতে মন ভরেনি দীপেন্দুর বলে বিজেপির অন্দরের খবর।
শেষ পর্যন্ত সুব্রত-মদন-ফিরহাদদের গ্রেফতারের পর দল ছাড়ার কথা ঘোষণা করলেন। এবার কি গন্তব্য ফের তৃণমূল? উত্তর মেলেনি ময়দানের একদা তারকা সুযোগ সন্ধানী স্ট্রাইকারের।
Comments are closed.